বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

দুইটি Whatsapp অ্যাকাউন্ট চালাতে পারবেন এক মোবাইলেই

Use Multiple Whatsapp Accounts On Mobile- হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি অ্যাপ যার সাহায্যে আপনারা দুইটি WHAT'S APP অ্যাকাউন্ট চালাতে পারবেন এক মোবাইলেই। আর সেই অ্যাপটির নাম ogwhatsapp। ogwhatsapp হচ্ছে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যা আপনাকে একটি মোবাইলে একাধিক whatsapp অ্যাকাউন্ট চালাতে সহযোগীতা করবে। আর এই এ্যাপ্লিকেশনটি একদম ফ্রি তাহলে এখুনি এখান থেকে ডাউনলোড করুন আপনার মোবাইলে।


OGWhatsApp কি ??


OGWhatsapp হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য WhatsApp এর একটি modded সংস্করণ। ডুয়াল সিমের জন্য একাধিক WhatsApp অ্যাকাউন্ট অর্থাৎ একটি Android ডিভাইসে ২টা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে এই অ্যাপ্স ব্যাপক ভূমিকা পালন করে। আর একটি কথা OGWhatsapp টি ব্যবহার করতে আপনার Android ডিভাইস রুট করার প্রয়োজন হবে না।

use multiple whatsapp accounts-tricksbari

কিভাবে দুইটি Whatsapp অ্যাকাউন্ট চালাবেন এক মোবাইলে


চিন্তার কোন কারন নেই। কেননা শুধুমাএ OGWhatsapp অ্যাপটি সফলভাবে ইন্সটল করতে পারলেই হল। তাই ফোনে দুইটি Whatsapp অ্যাকাউন্ট ব্যবহার করতে OGWhatsapp ইনস্টল করার ধাপগুলো অনুসরন করুনঃ
 
ধাপ ১:

OGWhatsapp ফোনে ইনস্টল করার পূর্বে আপনার অফিসিয়ালি whatsapp -এর ডাটা ব্যাকআপ নিয়ে নিন।


ধাপ-২:

এরপর আপনি whatsapp-এর ডাটা ক্লিয়ার করে নিন। এজন্য আপনি 
settings>>Apps>>Manage apps>>Whatsapp>>Clear Data.


ধাপ ৩:

এরপর আপনার মোবাইলের ফাইল ম্যানেজারের এস.ডি কার্ড-এ প্রবেশ করে whatsapp ফোল্ডারটিকে রিনেম করে OGWhatsapp করে নিন।


ধাপ ৪:

এবারে আপনার মোবাইলে থাকা অফিসিয়াল whatsapp অ্যাপটি আন-ইন্সটল করে নিন।


ধাপ-৫

আন-ইন্সটল করার পর এবার আপনি OGWhatsapp টি ইন্সটল করে নিন। OGWhatsapp না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।


ধাপ-৬

এখন অ্যাপ্টি অপেন করুন এবং মোবাইল নাম্বার চাইলে আগের whatsapp-এ ব্যবহার করা নাম্বারটি দিয়ে ওকে প্রেস করুন।


ধাপ-৭

এবার আপনার ১ম অ্যাকাউন্ট OGWhatsapp টি প্রস্তুত ব্যবহার করার জন্য। (১ম সিমের জন্য)


ধাপ-৮

এখন ২য় অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অফিসিয়াল Whatsapp ডাউনলোড করে ইন্সটল করুন। না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।


ধাপ-৯

ইন্সটল করার পর Whatsapp অ্যাপ্টি ওপেন করে ২য় নাম্বার দিয়ে আগের মত Whatsapp অ্যাপ্টি সেটআপ করে নিন।

আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই দুইটি whatsapp অ্যাকাউন্ট চালাতে পারবেন এক মোবাইলে।

পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন । পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না । তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পোস্টে । ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।