মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

যেভাবে ফাইল বা ফোল্ডার হাইড করবেন অ্যান্ড্রয়েড মোবাইলে

How To Hide/Unhide Files/Folder In Android -হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোন ফাইল বা ফোল্ডার হাইড/আনহাইড করা যায় ( How To Hide/Unhide Files/Folder In Android)


তাহলে আর দেরি কেন চলুন শুরু করি কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোন ফাইল বা ফোল্ডার হাইড/আনহাইড করা যায়। যার ইংরেজি অর্থ How To Hide/Unhide Any File And Folder In Android Mobile)

কিভাবে ফাইল বা ফোল্ডার হাইড/আনহাইড করবেন অ্যান্ড্রয়েড মোবাইলে..


  1. অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোন ফাইল বা ফোল্ডার হাইড করার জন্য যে অ্যাপটি দরকার তাহলো  Es File Explorer। না থাকলে এখান থেকে ডাউনলোড করুন।
  2. এখন  Es File Explorer টি ওপেন করুন এবং যে ফাইল বা ফোল্ডার হাইড করতে চান তা খুঁজে বের করুন।
  3. এবার আপনি যে ফাইলটি হাইড করতে চান তা রিনেম অপশন গিয়ে কাংখিত নামের আগে (.) দিয়ে রিনেম করুন।
  4. (যেমন: ফোল্ডারের নাম example থাকলে তখন .exampleলিখে রিনেম করুন।)
  5. ৪র্থ ধাপে ফাইল বা ফোল্ডার রিনেম করার পর Es File Explorer টি রিফ্রেশ করুন দেখবেন আপনার ফাইলটি হাইড হয়ে গেছে।
  6. ফাইল হাইড করাতো শিখলেন কিন্তু হাইড করা ফাইলগুলো কিভাবে আনহাইড করবেন? চিন্তার কিছু নাই মে হু না।
  7. ফাইল আনহাইড করতে এ ধাপে আপনারা  Es File Explorer -এর মেনু বাটুনে কিল্ক করে show hidden file/folder অপশনটি চালু করতে হবে।
  8. এবার দেখবেন আপনার হাইড করা ফাইলটি কিছুটা ঝাপসা দেখাবে। এখন আগের মত ফাইলটি রিনেম করতে হবে মানে কাংখিত নামের আগের ডট (.) টি কেটে দিতে হবে।
আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোন ফাইল বা ফোল্ডার হাইড/আনহাইড করতে পারবেন

পরিশেষে বলতে চাই, টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করুন অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।