বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ফিরিয়ে আনুন ফেসবুকে ডিলেট করা সকল ম্যাসেজ, ভিডিও

Recover Deleted Facebook Message - ফেসবুকে কিভাবে ম্যাসেজ,ফটো এবং ভিডিও শেয়ার করতে হয় আশা করি এটা নিয়ে কিছু বলতে হবে না কেননা এখন যারা ফেসবুক ব্যবহার করে তারা সবাই ফেসবুক ও ফেসবুকে শেয়ার এই দুটো সম্পর্কে ভালোই জানে। তাই আজকে আমার পোস্ট ভিন্ন কিছু নিয়ে ।


আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফিরিয়ে আনবেন ফেসবুকে ডিলেট করে দেওয়া ম্যাসেজ,ফটো এবং ভিডিওসহ আর ও অনেক কিছু।

ফিরিয়ে আনুন ফেসবুকে ডিলেট করে দেওয়া ম্যাসেজ এবং ভিডিও


শুধুমাএ আপনারা নিচের স্টেপ গুলো অনুসরন করুন তাহলে খুব সহজে ব্রেকআপ রাখতে পারবেন ফেসবুকের ম্যাসেজ,ফটো ও ভিডিও

  • প্রথমে আপনাকে এই লিংকে কিল্ক করে ফেসবুকের general account setting এ কিল্ক করুন।
  • general account setting - এ কিল্ক করার পর একটি নতুন পেজ অপেন হবে এবং সেই পেজ-এর নিচে থাকা download a copy of facebook data তে কিল্ক করুন।
  • download a copy of facebook data - এ কিল্ক করার পর একটি নতুন পেজ অপেন হবে এবং সেই পেজ-এ থাকা Download Archive এ কিল্ক করুন এবং পাসওয়াড চাইলে আপনার ফেসবুকের পাসওয়াডটি দিন।(ফেসবুক Security-র জন্য) 
  • submit  বাটনে কিল্ক করুন।  submit বাটনে কিল্ক করার পর পরবতি পেজ-এ ডাউনলোড  লিংক শো করবে। ডাউনলোড লিংকে কিল্ক করার পর আপনার ফেসবুক ই-মেইল আই-ডিতে ফেসবুক  থেকে একটি মেইল পাঠাবে।
কিভাবে-ফিরিয়ে-আনবেন-ফেসবুকে-ডিলেট-করে-দেওয়া-ম্যাসেজ

  • মেইলটি ওপেন করে ডাউনলোড বাটনে কিল্ক করে ফাইলটি ডাউনলোড করুন। 
  • ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করুন। এবার ফোল্ডারের ভেতর  আপনার ডিলেট হয়ে যাওয়া ফটো, ম্যাসেজ, ভিডিও গুলো দেখতে পারবেন।

NOTE: ফাইলগুলো  . html ফরমেট থাকবে। তাই ফাইলগুলো আপনার ব্রাউজার দিয়ে অপেন করতে হবে।


আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন ফেসবুকে ডিলেট করে দেওয়া ম্যাসেজ,ফটো এবং ভিডিও।

পরিশেষে বলতে চাই, টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করুন অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না