বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার ‘ইউসি’

মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ism_275544641

ইউসি ওয়েব কোম্পানির তৈরি আলীবাবা গ্রুপের পণ্যটি স্বাধীন ওয়েব ট্রাফিক বিশ্লেষণ স্ট্যাট কাউন্টারের তথ্যানুযায়ী, গ্লোবাল মার্কেটের ১৭.৪২ শতাংশ শেয়ার নিয়ে ইউসি এ অবস্থান অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অক্টোবর মাসে এশিয়ার দ্বিতীয় জনবহুল দেশ ভারতে অর্ধেকেরও বেশি (৫৪.৪২ শতাংশ) এবং তৃতীয় জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় ৪৯.০৫ শতাংশ মোবাইল মার্কেট শেয়ার অর্জন করেছিলো ব্রাউজারটি। দ্রুতগতির ইন্টারনেট সেবা এবং খুব সহজে লোকাল তথ্য ও সেবা পাওয়াই মূলত ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার প্রধান কারণ।

আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের প্রধান ইয়্যু উংফু বলেন, ইউসি ব্রাউজারের ওয়ান স্টপ সার্ভিস, সহজলভ্যতা ও বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মোবাইল লাইফস্টাইলকে নতুন রূপ দেওয়ার মাধ্যমেই ইউসি বিশ্বের প্রধান দু’টি জনপ্রিয় মোবাইল ব্রাউজারের একটি হয়েছে।

চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানেও ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ১০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ২৫ জন ইউসি ব্রাউজার ব্যবহার করেন।

সংগ্রহীতঃ ইন্টারনেট থেকে